শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: ইমিগ্র্যান্টদের দেশ কানাডা। এখানকার নির্বাচনে বিভিন্ন দেশ থেকে আগত ইমিগ্র্যান্টদের অংশগ্রহণও অনেক। আলবার্টার এডমন্টন থেকে এই প্রথম প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মনোয়ার খান। এডমন্টনের বিভিন্ন কমিউনিটিতে এন্টিব্যুলিং কর্মকাণ্ডে ইতিমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি টিকেট পেয়েছেন কানাডার আলবার্টা পার্টির ব্যানারে। তাঁর নির্বাচনী এলাকা এডমন্টন-ম্যানিং। আগামী এপ্রিল ১৬ মঙ্গলবার আলবার্টার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোয়ার খানের পেজ লিংক এখানে-
ইউটিউব :: https://www.youtube.com/watch?v=Nl9QByLFi-8
ফেসবুক :: https://www.facebook.com/ManwarKhan/timeline?lst=1070735074%3A702820050%3A1555176822
বাংলানিউজসিএ/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/এমএম