Menu

শেখ জলিল: এডমন্টন প্রতিনিধি :: করোনা ঝড়ে বিপর্যস্ত পৃথিবী। বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। আবার করোনার সাথে যুদ্ধ করে বিজয়ীর সংখ্যাও অগণন। আশার বাণী শোনা যাচ্ছে ভেকসিনও পেয়ে যাবো অতি শিঘ্রই। এই মহামারীতে লকডাউন সারা পৃথিবী। রোগযন্ত্রণা, মরণছোবলের পাশাপাশি থেমে থাকেনি জীবন। মৃত্যু যেমন এসেছে জন্মও হচ্ছে নতুন শিশুর। ঘরবন্দি থেকেও মানুষ হাসি-কান্না, আনন্দ-বেদনা ভাগ করে নিচ্ছে অনলাইনে। চলছে করোনা প্রতিরোধের আলোচনা, করোনা যোদ্ধাদের সাক্ষাৎকার আবার নিদারুণ নিষ্ঠুরতার খবরও।

রমজান মাস শেষ হতে যাচ্ছে। সীমিত আকারে হয়তো সবাই ঈদের জামাতে সামিল হতে পারবে না। তাই বলে কি ঈদের আনন্দ থেমে থাকবে? কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহরের মানুষরা এবার করতে যাচ্ছে ভার্চুয়াল ঈদ আনন্দ। বিভিন্ন গ্রুপে পাড়া-পড়শি, স্বজন-বন্ধুরা আসবে ফেসবুক মেসেঞ্জারে, স্কাইপে কিংবা ইউটিউব লাইভে। শুভেচ্ছা বিনিময়, আনন্দ সম্ভাষণ জানাবে একে অপরকে।

ঈদকে সামনে রেখে বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব এডমন্টন(বিসিএই) আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে আয়োজন করছে ‘বিসিএই ঈদের খুশি ২০২০’। পুরো অনুষ্ঠানটির সমন্বয় এবং উপস্থাপনায় আছেন ইঞ্জিনিয়ার ড. জাহিদুল ইসলাম ও ডা. রিফাত জাহান মিতু।আশা করি এই দূর প্রবাসে ঘরবন্দি থেকেও আনন্দেই কাটবে এবার ঈদের সময়। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা- ঈদ মুবারক!!!

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মে ২০২০/এমএম