Menu

শেখ জলিল, এডমন্টন :: এই দুর্যোগে করোনাসংকটে গৃহবন্দি দিনে লিখতে বসলেই ময়মনসিংহের কথা বেশি মনে পড়ে। ময়মনসিংহ শহর আমাকে কবিতা লেখা শিখিয়েছে, গান লেখা শিখিয়েছে এমন কি শিখিয়েছে প্রেম, আবৃত্তি করাও। খুব নস্টালজিক হয়ে যাই আশির দশকের কবিতাপ্রেমের সেই দিনগুলোর কথা ভাবলে। ময়মনসিংহ সাহিত্য সংসদ, বীক্ষণ পাঠচক্র প্রকল্প, প্রেসক্লাব, তাজমহল রেস্টুরেন্ট, সঙ্গীত বিদ্যালয়, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, মুকুল নিকেতন, উদীচি, বৃন্দ আবৃত্তি সংসদ, সকাল কবিতা পরিষদ, সারগাম আরও কত যে প্রতিষ্ঠানে ছিলো নিত্য যাতায়াত!

কৈশোর-যৌবনের সেই উত্তাল দিনগুলো যে গেছে আর তো ফিরে পাবো না কখনও। তবে এ ক্ষুদ্র জীবনে পেয়েছি প্রেম, ভালোবাসা এবং লেখনীর সহযোদ্ধা অনেক, অনেক। মুশাররাফ করিম, শামসুল ফয়েজ, আতাউল করিম, ফরিদ আহমেদ দুলাল, সাজাহান শিরাজী, আয়েশা রহমান, তাসলিমা নাসরিন, মামুন মাহফুজ, যুগল দাস, সালিম হাসান, আব্দুল আউয়াল চৌধুরী, ইয়াজদানী কোরাইশী, মাহমুদ আল মামুন, আমজাদ দোলন, সৌরভ জাহাঙ্গীর, সালাহউদ্দিন পাঠান, নাজনীন পাপ্পু. সাদি রহমান, তৌহিদ পারভেজ, আশিক আকবর কী আশ্চর্য ধোকা ধোকা নাম। ফেসুবকে এখনও স্বদর্পে লিখে যাচ্ছেন সেলিম মাহমুদ, গাউসুর রহমান, এম এ মাহমুদ, আশরাফ রোকনসহ অনেকে। সাহিত্য সংসদ ও বীক্ষণে যাতায়াতের সূত্রে পরিচয় ছিলো যতীন সরকার, গোলাম সামদানী কোরাইশী, ডা. শুভাগত চৌধুরী, শরফ উদ্দিন আহমেদ, প্রণব চৌধুরী, প্রদীপ স্যারদের সাথে।

মেডিক্যালে পড়াকালীন সহপাঠী হিসেব যারা লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতো তাদের মধ্যে হোসেন দেলোয়ার, সজল আশফাক, সিনহা আবুল মনসুর এখন স্ব স্ব ক্ষেত্রে প্রভিভাদীপ্ত নাম। প্রথম থেকেই ময়মনসিংহে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে ঘোরাঘুরির সাথী ছিলো কবি দেলোয়ার। বন্ধু রিন্টু ছিলো কণ্ঠশিল্পী এবং নঈম ছিলো বেশ সঙ্গীতমনা। তাহমিনা কোয়েল, পাগলা বন্ধু মিলন এখন ভালোই লেখে। সজলের সাথে বন্ধুত্বের সুবাদে আনজির লিটন, পলাশ চৌধুরী, সালাহউদ্দিন পাঠান, স্বপন ধর, অমল রজকসহ অনেক ছড়াকারকেও পেয়েছিলাম।

আউয়াল চৌধুরীর নেতৃত্বে আবৃত্তির সহযোদ্ধা পেয়েছিলাম রণজিত কুমার, আমজাদ দোলন, নাজনীন পাপ্পু, ফাওজিয়া আমিন দীনা , আনোয়ারা সুলতানা আনু, ফওজিয়া জাহান পপি, নাসরীন জাহান নীপা, ইশরাত জাহান দীপাসহ অনেককে। সঙ্গীতে পেয়েছিলাম ওস্তাদ ইমদাদুল হক, গোপাল দা, শাহাদাৎ হোসেন খান হিলু, আনোয়ার হোসেন আনু, জাফর আহমেদ, মাসুদ করিম, রণজিত কুমার, নজীব আশরাফ, এম এ মাহমুদ, চয়ন সেন, মো. ইসহাক, আশিষ রায়, লুৎফর রহমান খোকন, নূরুজ্জামান খোকন, মধুসূদন রায়, রত্না কুণ্ডু, অর্চনা কুণ্ডু, শুক্লা রায়, শিল্পী রায়, রোকসানা শিরীন, সমীর দা, সেলিম ভাইসহ অনেক শিল্পীকে।

ভোলা যায় না সেই গান লিখে জামালপুর উদীচি থেকে প্রথম পুরস্কার জেতার কথা; ভোলা যায় না ১৯৮৭ সালে সঙ্গীত বিদ্যালয় কর্তৃক আমার রচিত গানে প্রথম একুশের অনুষ্ঠান; ভোলা যায় না টাউন হলে প্রথম বৃন্দ আবৃত্তি; ভোলা যায় না ময়মনসিংহ থেকেও ঢাকার দৈনিক ইত্তেফাকে আমার প্রথম কবিতা প্রকাশ!প্রবাস জীবনের আজ দশ বছর পূর্ণ হলো। দূরে থেকে এর মধ্যে যাঁদের হারিয়েছি তাঁদের তো আর ফিরে পাবো না। তবে দোয়া করি ভালো থেকো এখনও জাগ্রত কবি ও ছড়াকার বন্ধুরা, শিল্পী ও সঙ্গীত যোদ্ধারা এবং নাটক ও বাচিক শিল্পীরা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ মে ২০২০/এমএম