বাংলানিউজ সিএ ডেস্ক ::
জলবায়ু পরিবর্তন আর উষ্ণায়নের কারণে সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে। কিন্তু উত্তর আমেরিকার দেশ কানাডার তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ গতিতে! কানাডার তাপমাত্রা দ্বিগুণ হারে বাড়ার এই বিষয়টি উঠে এসেছে নতুন এক বৈজ্ঞানিক গবেষণায়। বলা হচ্ছে, দেশটিতে তুষার ও সামুদ্রিক বরফ কমে যাচ্ছে। এর ফলে সৌর বিকিরণ শোষণ বাড়ছে এবং ভূপৃষ্ঠ আরো গরম হচ্ছে। দেশটির সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রা বাড়ার লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। একই সাথে পরিস্থিতি আরো তীব্র আকার ধারণ করতে পারে বলেও সাবধান করা হয়েছে।
দুই বছর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির সবগুলো অঙ্গরাজ্যকে হুঁশিয়ার করে বলেছিলেন যে, সবাইকে এই তাপমাত্রা কমিয়ে আনার পরিকল্পনায় অংশ নিতে হবে। সরকারের পরিকল্পনা হচ্ছে জ্বালানি তেলের উপর কার্বন নিঃসরণের কর বা কার্বন ট্যাক্স বসানো হবে। কার্বন তৈরি করে এমন খাতের জন্য প্রতি টন কার্বনে ২০ কানাডিয়ান ডলার কর দিতে হবে। যা ২০২২ সালের মধ্যে দ্বিগুণ করা হবে। কিন্তু কার্বন নিঃসরণের কমানোর ব্যাপারেও মানুষের মতামত পরিবর্তন হচ্ছে।
টরোন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ হফম্যান বলছেন, সাধারণ মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে মত পরিবর্তন হচ্ছে। কারণ তারা এখন সরাসরি পরিবর্তন অনুভব করতে পারছেন। কারণ তারা এর মধ্যেই জীবনযাপন করছে।-বিবিসি