Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: এক. পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষটি ৩৫/৪০ বছর ধরে চাকরি-ব্যবসা করেছেন। স্ত্রী-সন্তানদের থাকা-খাওয়া-কাপড়-চিকিৎসার ব্যবস্থা করেছেন। সন্তানদের লেখাপড়া করিয়েছেন। আজকে যখন সেই পুরুষ মানুষটি করোনাভাইরাসে আক্রান্ত হলো, পরিবারের মানুষগুলো তাকে ফেলে চলে গেল। মারা যাওয়ার পরে লাশ নিয়ে যায় না, দরকার হয় মৃত্যুর সার্টিফিকেট! পেনশনের টাকা পেতে যেন সমস্যা না হয়!

যে বাবার কারণে সন্তানরা দশজনের একজন হয়, সেই বাবার অসুস্থতায় তাকে ফেলে চলে যাচ্ছে সন্তানরা। স্ত্রীরাও সন্তানদের সঙ্গে জোট বেধে স্বামীকে ফেলে যাচ্ছে। প্রতিটি স্ত্রীদের মনে রাখা উচিত, স্বামীর অসুস্থতার কারণে আজকে সন্তানদের সঙ্গে জোট বেঁধে আপনি স্বামীকে ফেলে যাচ্ছেন, কালকে আপনি অসুস্থ হলে আপনার সন্তান কিন্তু অন্য কারো সঙ্গে জোট বেঁধে আপনাকেও ফেলে চলে যাবে।

দুই. মায়েদের কথা নতুন করে কিছু বলার নাই। পেটের সন্তানদের জন্যই তো তারা সবকিছু করেন। প্রত্যেকটা সন্তানদের উদ্দেশ্যে বলবো, একবার চোখটা বন্ধ করেন আর ভাবেন, আপনি রাতে দেরি করে ফিরলে আপনার মা কি কখনো আপনার আগে রাতের খাবার খেয়েছে কিনা? আপনি অসুস্থ হলে রাত জেগে আপনার মা পাশে থেকেছে কিনা? বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়ে বাতাস করেছে কিনা?

আজ সেই মা যখন করোনাভাইরাসে আক্রান্ত হলো, তখন সন্তানরা সেই অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি না করে, ফেলে যাচ্ছে কোনো জঙ্গলের মাঝে।আমাদের মায়েরা তো সাধারণত ঘরের বাইরে যায় না। হয়তো সন্তানদের মাধ্যমেই মায়ের করোনা সংক্রমিত হয়েছে। ইমিউনিটি সিস্টেম ভালো থাকার কারণে সন্তানদেরটা হয়তো প্রকাশ পাচ্ছে না, বৃদ্ধা মায়েরটা প্রকাশ পাচ্ছে।

তিন. অনেক বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক খুবই মধুর থাকে। আমি নিজেই অনেক বাড়িওয়ালার মুখে শুনেছি, খুব গর্ব করে বলে আমার তিন তলায় অমুক নিউরোলজিস্ট থাকে, আমার পাঁচ তালায় অমুক শিশু বিশেষজ্ঞ থাকে। তাদের কোথাও সিরিয়াল দেয়া লাগে না।

এই করোনাকালের সময় সেই ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিচ্ছে। প্রত্যেকটা বাড়িওয়ালার উচিত ছিল, এই সময়ে ডাক্তারদের নিয়ে আরও বেশি গর্ববোধ করা। অথচ অনেকেই এখন ডাক্তার, নার্সদের বাসা ছেড়ে দিতে বলছেন। মানবতাবোধ আমাদের কোথায় গিয়ে ঠেকেছে? এখন যদি কোন বাড়িওয়ালা করোনায় আক্রান্ত হয়, তাহলে তিনি চিকিৎসার জন্য কোথায় যাবেন, কার কাছে যাবেন?

এসবের ব্যতিক্রম যে হচ্ছে না, তা নয়। অনেক ভালো উদাহরণও আছে। তবে এটা ঠিক, করোনাভাইরাসের কারণে অনেক সম্পর্কের মূল্যায়ন করা সহজ হয়ে যাচ্ছে। সকলের মনে রাখা উচিত, প্রাণ থাকলেই প্রাণী হয়; কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ এপ্রিল ২০২০/এমএম


Array