Menu

বাংলানিউজ সিএ ডেস্ক ::

বগুড়ার আদমদীঘি উপজেলার পৌর শহর সান্তাহার বশিপুর সরদার পাড়া গ্রামের অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদের মেয়ে

তানজিলা মৌলি মিথি (২০) গত বৃহস্পতিবার এফআর টাওয়ারে আগুনে পুড়ে মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, নব বিবাহিত মিথি ঢাকায় একটি ট্যুরিজম কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার হঠাৎ অগ্নিকান্ডের সময় নবম তলা পর্যন্ত আগুন ও কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বাঁচাও বাঁচাও বলে মানুষ চিৎকার আর আর্তনাদ করতে থাকে। তানজিলা মৌলির মৃত্যুতে সান্তাহার পৌর শহরসহ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু বান্ধব, এমনকি আত্মীয়-স্বজন ও প্রতিবেশী থেকে শুরু করে সবার মাঝে মাতম চলছে। এভাবে মিথির চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেন না।


Array

এই বিভাগের আরও সংবাদ