রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বনানীর এফআর ভবনে এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৭জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা আরও বাড়তে পারে। জীবন বাজি রেখে উদ্ধারকর্মীরা আগুনের গ্রাসে যাওয়া ভবন থেকে অনেক জীবিত মানুষকে বের করে এনেছেন। তেমনি হাজার হাজার মানুষ অকারণে ঘটনাস্থলে জড়ো হয়ে মোবাইলে ছবি তুলেছে; যাতে ব্যহত হয়েছে উদ্ধারকাজ। তেমনি কিছু হৃদয়ছোঁয়া ছবি দেখুন ক্যামেরাবন্দি অবস্থায়:
একজন তরুণীকে নামিয়ে আনছেন উদ্ধারকারীরা। ছবি : এএফপি
প্রিয়জনের খবর নিতে পুলিশের কাছে স্বজনদের আকুতি। ছবি : এএফপি
ক্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে আহত এক তরুণীকে। ছবি : এএফপি
মারাত্মক আহত এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি : এএফপি
পানি ছিটিয়ে ভবনের আগুন নেভানোর চেষ্টায় ফায়ার ফাইটাররা। ছবি : এএফপি
ধোঁয়ার মাঝেই চলছে উদ্ধারকাজ। ছবি : এএফপি
মৃত্যুকে কাছ থেকে দেখা এক নারী উদ্ধারকারীদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ছবি : এএফপি
উদ্ধারকারীদের কাঁধে এক তরুণ; জানা যায়নি কী ঘটেছে তার ভাগ্যে! ছবি : এএফপি
কাঁধে করে ক্রন্দনরত এক তরুণীকে নিরাপদে নামিয়ে আনছেন দুঃসাহসী ফায়ার ফাইটার। ছবি : এএফপি
এদিকে ভবনের নিচে হাজারো মানুষ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত; ব্যহত হয় উদ্ধারকাজ। ছবি : এএফপি
আকাশে উড়ছে হেলিকপ্টার; ফায়ার ফাইটাররা মই নিয়ে উঠতেই ধোঁয়া কমিয়ে দিয়েছে হেলিকপ্টার। ছবি : এএফপি
ঘটনাস্থলে স্বজনদের রুদ্ধশ্বাস অপেক্ষা; যদি একটু ভালো খবর পাওয়া যায়! ছবি : এএফপি
অভিজাত এলাকার রাস্তাটি এখন আগুনের গ্রাসে ধ্বংসস্তুপ! ছবি : এএফপি