বাংলানিউজসিএ ডেস্ক :: সব সৃষ্টিজগৎই হল আল্লাহর পরিবার। পৃথিবীর প্রভাবশালী সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণের জন্যই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষই বর্তমানে ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে।করোনাভাইরাস বিশ্বজুড়ে এখন মহামারীর রূপ নিয়েছে। ঝুঁকিতে আছে বাংলাদেশও।
ভাইরাস যে কতটা বিপজ্জনক হতে পারে, তা বর্তমান সংকট থেকে বোঝা যায়। এ করোনাভাইরাসের কাছে মানুষ কি হেরে যাবে? আল্লাহ যা করেন, মানুষের ভালোর জন্যই করেন। আমার বিশ্বাস, মানুষই একসময় করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করবে। পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। আবার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ফিরে আসবে। মানুষ আবার মনোবল ফিরে পাবে।
অতিক্ষুদ্র আনুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুই ভাইরাস; যাকে দেখতে শক্তিশালী ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র লাগে। গঠনগত কারণে ভাইরাসকে জীবাণু না বলে বস্তু বলা হয়। এদের বেশির ভাগের আকার ০.০১ মাইক্রোমিটার থেকে ০.১ মাইক্রোমিটার ব্যাসার্ধের হয়। ১ মাইক্রোমিটার ১ মিলিমিটারের ১০ লাখ ভাগের একভাগ।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র সংক্রমক বিভিন্ন ভাইরাস বাতাস, মাটি, পানি ছাড়াও সব জায়গায় অবস্থান করে। জীবন্ত কোষের ভেতর দিয়ে এরা সহজেই বংশবিস্তার করে। মানুষ থেকে মানুষে বেশি ছড়ায়। করোনাভাইরাসটি গত ডিসেম্বরে চীনের উহান থেকে শুরু হয়। এটি বন্যপ্রাণী থেকে ছড়িয়েছে ধারণা করা হচ্ছে।
বর্তমানে বিশ্বটাকে বিচ্ছিন্ন করে রেখেছে করোনাভাইরাস। করোনার আক্রমণে মহামারী ভয়াবহ রূপ নিয়েছে। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, পর্যটনশিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গন, হাটবাজারসহ সবকিছুতেই আঘাত হানছে। প্রাণঘাতী করোনার হাত থেকে বাঁচার জন্য সতর্ক আছে সবাই।
সব ভাইরাসের জীবাণু ছোঁয়াচে না হলেও বেশির ভাগই ছোঁয়াচে। করোনাভাইরাস শ্বাসতন্ত্রের মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। হাঁচি, কাশি ছাড়াও লালারস থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। এখন সাবধান থেকে বেঁচে থাকাটাই জরুরি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মার্চ ২০২০ /এমএম





