বাংলানিউজসিএ ডেস্ক :: বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন আজ। বেলা ১১টায় গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে কেক কেটে জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করবেন সাবেক এই রাষ্ট্রপতি। এদিন আলোচনা সভা, দোয়া, মিলাদসহ দলের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ শীর্ষ পর্যায়ের নেতারা এই আয়োজনে উপস্থিত থাকবেন।
জন্মদিন উপলক্ষে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের রচিত গ্রন্থসমগ্র প্রদর্শন করা হবে। তার লেখা কবিতা থেকে আবৃত্তি এবং গান পরিবেশিত হবে। এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে এরই মধ্যে ১৫ সদস্যবিশিষ্ট জন্মদিবস উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপিকে উদযাপন পরিষদের আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করা হয়েছে।
পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, এসএম ফয়সল চিশতী, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, ইয়াহহিয়া চৌধুরী, নির্বাহী সদস্য সেলিম ওসমান এমপি, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল হক।
১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালুসহ নয় বছরের শাসনামলে ব্যাপক উন্নয়ন করেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ থাকেন।
কারাগারে থেকেই রংপুরের পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হন তিনি। এরপর আর কোনো নির্বাচনেই হারেননি এই নেতা। দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল ছিল তার নেতৃত্বাধীন জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদেও জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে। দশম জাতীয় সংসদে এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদমর্যাদায় ছিলেন। এবার বিরোধী দলীয় নেতার আসনে বসেছেন তিনি।
বাংলানিউজসিএ/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইএন