বাংলানিউজসিএ ডেস্ক :: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ২০ মার্চ বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের ভৈরবপুর গ্রামে। জিল্লুর রহমান আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে তার রাজনীতি জীবন শুরু করেন এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বাংলানিউজসিএ/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইএন