বাংলানিউজসিএ ডেস্ক :: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে ব্যাট-বল ও ফিল্ডিংয়ের জন্য কঠোর অনুশীলন করে মাশরাফি বাহিনী।আগামী ১ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। সাকিব বিহীন বাংলাদেশকে এরই মধ্যে মধ্যে হুঙ্কার দিয়ে রেখেছেন জিম্বাবুয়ে ওয়ান ডে দলের অধিনায়ক চামু চিবাবা।
সিলেট স্টেডিয়ামে বেলা দেড়টার দিকে অনুশীলন শেষে চিবাবা বলেন, বাংলাদেশ দলে সাকিব না থাকায় বাড়তি সুবিধা নিতে চান তারা। সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্যই তাদের।একই মাঠে বেলা তিনটার দিকে অনুশীলনে নামে বাংলাদেশ দল।টেস্টে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পায়। সেই জয়ের ধারা অক্ষুণ্ণ রেখে ওয়ানডে সিরিজ জয়ের আশা টাইগার বাহিনীর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তোজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





