বাংলানিউজসিএ ডেস্ক :: অঁতোয়ান গ্রিজম্যানের গোলের সুবাদে পিছিয়ে পড়েও শেষ রক্ষা হয়েছে বার্সেলোনার। মঙ্গলবার রাতে সান পাওলো থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছেন কিকে সেতিয়েনের শিষ্যরা।চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের প্রথম ধাপে নিজ নিজ ম্যাচে হেরেছে অন্যতম শক্তিশালী দল লিভারপুল ও পিএসজি। সেই তুলনায় ১ পয়েন্ট ও একটি অ্যাওয়ে গোলে কিছুটা এগিয়েই থাকলো বার্সেলোনা। আজ রাতে মুখোমুখি আরো দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
সান পাওলোতে যে একটা জমাট রক্ষণের মুখে পড়তে হবে মেসি, গ্রিজম্যান ও ভিদালদের এ কথা জানায় ছিলো। হয়েছেও তাই। নাপোলির জাল খুঁজে পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা ৫৭ মিনিট। অথচ স্রোতের বিপরীতে ৩০ মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। ড্রাইস মার্টিনের গোলে এগিয়ে যায় নাপোলি।আগামী ১৮ মার্চ ফিরতি লেগে নাপোলিকে আতিথ্য দেবে বার্সেলোনা।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





