বাংলানিউজসিএ ডেস্ক :: ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরনের মশকরা। এই তামাশায় যোগ দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও কেভিন পিটারসনরা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ট্রাম্পকে নিয়ে মজা করতে ভুল করেনি।
সোমবার গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ‘স্বামী বিবেকানন্দ’ উচ্চারণ করতে গিয়ে কার্যত দাঁত ভেঙে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অনেক কষ্টে বলেছেন, ‘বিবেকামুন্নন।’ সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলির নামও ঠিকঠাক বলতে পারেননি ট্রাম্প। সচিনকে বলে ফেলেছেন, ‘সুচিন’।
মার্কিন প্রেসিডেন্টের উচ্চারণ-বিভ্রাটে খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি মাইকেল ভন ও পিটারসেনরা। ভন টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্পের যাওয়ার অপেক্ষায় তর সইছে না। দেখব কীভাবে ফকর জামান উচ্চারণ করেন’। বলে রাখি, ফকর জামানকে পাকিস্তানের বিরাট ভাবা হচ্ছে। ভারত অধিনায়কের সঙ্গে তাঁর তুলনাও শুরু হয়ে গিয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





