Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি: বাংলাদেশে হাই কমিশন, অটোয়া থেকে একটি প্রতিনিধি দল গত ফেব্রুয়ারি ১৪ এবং ১৫ তারিখ কানাডার এডমন্টনে তাঁদের কনস্যুলার সেবা প্রদান করেন। আয়োজন ছিলো ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই)। অটোয়া থেকে হজার হাজার কিমি দূরে এডমন্টনে প্রবাসীদের দোরগোড়ায় এই কনস্যুলার সেবা ছিলো সত্যিই প্রশংসনীয়।

কনস্যুলার সেবা প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ হাইকমিনার জনাব মিজানুর রহমান, কাউন্সেলর(পাসপোর্ট এন্ড ভিসা) জনাব মো. সাখাওয়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. সালিম আহমেদ, ব্যক্তিগত অফিসার জনাব মো. জাকির হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা(অর্থ) জনাব মো মাহফুজুল হাসান। তাঁরা টানা দুইদিন ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ২০০ এডমন্টনবাসী বাংলাদেশিদের নতুন মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, নো ভিসা ইস্যু , মূল্যবান দলিল প্রত্যায়ন এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদান করেন।

বাংলাদেশে হাই কমিশনার সর্বজনাব মিজানুর রহমান ফেব্রুয়ারি ১৪ তারিখ সন্ধ্যায় ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব এডমন্টন (বিসিএই)’ কার্যালয় ‘বাংলাদেশ সেন্টার’-এ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপস্থিত সুধিবর্গের মধ্যে বিসিএই’র বর্তমান সভাপতি ড. এইচ এম আশরাফ আলীসহ অনেক প্রাক্তন প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। হাইকমিনার জনাব মিজানুর রহমান কানাডার হাউস অব কমসন্স এর এমপি এবং ছায়া স্বাস্থ্যমন্ত্রী ম্যাট জেনেরক্স-এর সাথেও সাক্ষাৎ করেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ ফেব্রুয়ারি ২০২০ /এমএম