বাংলানিউজসিএ ডেস্ক :: সাকিববিহীন দলে টেস্টের নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। আর তার নেতৃত্বে তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।শুধু তাই নয়, দলের ভার ঠিকমতো সইতেও পারছেন না বলে মুমিনুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেটিই স্বাভাবিক।
কারণ অধিনায়ক হওয়ার পর তার ব্যাটও কথা বলছে না। শেষ ছয় ইনিংসে মুমিনুলের ঝুলিতে জমা পড়েছে মাত্র ১১৫ রান।এমন পরিস্থিতিতেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের অধিনায়ক মুমিনুলই।এবার নিজের পারফরম্যান্স ও তার অধীনে টেস্টে বাংলাদেশের এমন দৈন্যদশার বিষয়ে মুখ খুললেন মুমিনুল।
ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মুমিনুল বলেছেন, ‘দীর্ঘমেয়াদি নেতৃত্বের নিশ্চয়তা পেলে তার জন্য কাজ করতে সুবিধা হবে।’অধিনায়কত্বের ভার বেশ চাপ সৃষ্টি করেছিল স্বীকার করে মুমিনুল বলেন, ‘প্রথম সিরিজে বেশ চাপে ছিলাম। তবে এখন আস্তে আস্তে অধিনায়কত্ব উপভোগ করছি।’সময় যত গড়াবে ততই পরিপক্ব হয়ে পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে ভালো ফল করার সুযোগ তৈরি করবেন বলেও জানান মুমিনুল।
তিনি বলেন, ‘আস্তে আস্তে বুঝতে শুরু করেছি। কখন কী ভুল করছি তা বোঝার চেষ্টা করছি।’এ জন্য অধিনায়কত্বের দায়িত্ব দীর্ঘমেয়াদি হলে ভালো হয় বলে জানান মুমিনুল।ক্রিকবাজকে তিনি বলেন, ‘আমি দীর্ঘমেয়াদি অধিনায়ক, না কি সিরিজ ধরে ধরে দায়িত্ব পালন করছি তা আমি জানি না। তবে দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে কাজ করতে সুবিধা হয়। নেতৃত্ব দেয়ার জন্য নয় যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে এটার আবশ্যিকতা বেশি।’
তবে দায়িত্বের ব্যাপারে পরিষ্কার তথ্য না পাওয়ার বিষয়ে তিনি বিরক্ত ননও বলে জানান মুমিনুল।দায়িত্ব নেয়ার পর দল ভালো খেলছে না এমন অভিযোগের বিষয়ে মুমিনুলের সহজ স্বীকারোক্তি– ‘হ্যাঁ, এটিই। দল ভালো না খেললে, ম্যাচ না জিতলে বা প্রত্যাশিত ফল না পাওয়া গেলে অধিনায়কের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অধিনায়কত্বের ওপর আঙুল ওঠে। এটি মানতেই হবে।’নেতৃত্ব পারফরম্যান্সের জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সরাসরি না সূচক বক্তব্য দেন মুমিনুল।তিনি বলেন, ‘এমনটি আমি মনে করি না। আমি নেতৃত্ব নিয়ে মাত্র দুটি সিরিজ খেলেছি, এখনই চাপ হয়ে যাচ্ছে, এটি বলা ঠিক হবে না।’
তা হলে ইনিংস দীর্ঘ হচ্ছে না কেন?জবাবে মুমিনুল সেই নেতৃত্বর বিষয়টিই টেনে আনলেন।তিনি বলেন, ‘নেতৃত্বের বিষয়গুলো ঠিকঠাক বুঝে উঠতে পারলে পারফরম্যান্স আরও ভালো হবে আশা করছি।’তিনি যোগ করেন, ‘প্রায় প্রতি ম্যাচেই আমি সেট হয়ে আউট হয়ে যাচ্ছি। পাকিস্তানে কিংবা ভারতে এটিই হয়েছে। দল হিসেবে আমরা এখনও সেট হতে পারিনি। আমার মনে হয় দল হিসেবে আমরা পারফরম্যান্স করতে পারছি না। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে আমরা দল হিসেবে খেলতে পারছি না বলেই ফল পাচ্ছি না।’
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





