বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা ২০১৯ সালে বিশ্বের সেরা ১০০ ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। ৭৮ দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়ের মধ্য থেকে তিনটি বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।
এই তিনজনের মধ্যে সাকিব আল হাসান সবার উপরে অবস্থান করছেন। তার স্থান ৯০ নম্বরে। সাকিবের একধাপ পরেই আছেন মুশফিকুর রহিম, তার অবস্থান ৯২ নম্বরে। মুশফিকের ছয় ধাপ পরে অবস্থান করছেন মাশরাফি বিন মর্তুজা, তার অবস্থান ৯৮ নম্বরে।
সেরা ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় সবার উপরে অবস্থান করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার পরেই দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা বাস্কেট বল তারকা লেবরন জেমস। আর তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টাই সুপার স্টার লিওনেল মেসি। এ ছাড়া ক্রিকেট বিশ্বের জনপ্রিয় তারকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবস্থান করছেন ২৫ নম্বরে। সেরা ১০০’র মধ্যে ক্রিকেটার আছেন ১১ জন। তার মধ্যে ভারতীয় আটজন আর বাকি তিনজন বাংলাদেশি।
বাংলানিউজসিএ/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইএন