বাংলানিউজসিএ ডেস্ক :: গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা, পিকনিক স্পটে ছিনতাই; এমনকি ধর্ষণের ঘটনা আনন্দভ্রমণকে করেছে বিষাদময়। কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুন্দর স্বপ্ন।এছাড়াও বিভিন্ন পিকনিক স্পটে আজকাল মাদকের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত, এমনকি রাজধানীর বিভিন্ন স্পটগুলোতেও মাদকের সহজলভ্যতার সংবাদ বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে।
ভ্রমণের মতো আনন্দের একটি বিষয় যেন বিষাদের না হয়; এজন্য ব্যক্তিসচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার ও প্রসাশনেরও রয়েছে ব্যাপক দায়িত্ব ও কর্তব্য। ভ্রমণকালে সর্বদা সাবধান থাকতে হবে।উচ্চস্বরে সাউন্ড বক্সে গান-বাজনা বাজানো হতে বিরত থাকতে হবে, যাতে গাড়িচালকের মনোযোগ বিছিন্ন না হয়। মাদকের স্পর্শ থেকে নিজেকে রক্ষা করাও প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
একা একা নির্জনে না গিয়ে বরং দলগতভাবে আনন্দ উদযাপন ও বেড়ানো উচিত। মোটকথা, আয়োজন যেমনই হোক; বিশেষ সতর্কতা অবলম্বনের মাধ্যমে আনন্দভ্রমণকে আনন্দময় করে তুলতে হবে। সামান্য ভুলের কারণে আনন্দভ্রমণ বিষাদে পরিণত হতে পারে- এ কথা সবসময় মনে রাখতে হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/০৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





