বাংলানিউজসিএ ডেস্ক :: সেরেনা উইলিয়ামস অসুস্থতার দরুন ইন্ডিয়ান ওয়েলস থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে জিতেই চলেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস।
তৃতীয় রাউন্ডে হারিয়েছেন বাছাই ক্রিস্টিনা ম্যাকহেলকে। ৩৮ বছর বয়সী ভেনাস প্রথম সেট জিতেছেন সহজে। এএফপি।
শেষ সেট জিততে ঘাম ঝরলেও জয়ী হন ৬-২, ৭-৫ গেমে। পরের রাউন্ডে ৯৭ নম্বর মোনা বার্থেলের মুখোমুখি হবেন ভেনাস।
বাংলানিউজসিএ/ঢাকা/১৩ মার্চ ২০১৯/ইএন