বাংলানিউজসিএ ডেস্ক :: চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ২২ মার্চ শারজায় গড়াবে প্রথম ম্যাচ। এ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে ঠাঁয় মিলেছে ১৮ বছরের বোলিং বিস্ময় মোহাম্মদ হাসনাইনের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন হাসনাইন। তাকে ভাবা হচ্ছে ভবিষ্যত পাক ‘শোয়েব আখতার’। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি।
স্কোয়াডে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাসনাইন। এখন তার একমাত্র লক্ষ্য পাকিস্তানকে জেতানো। এতেই চোখ সিন্ধুর ছেলের। তিনি বলেন, পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়ে আমি শিহরিত ও রোমাঞ্চিত। দেশের হয়ে ম্যাচ জিততে চাই। খেলতে পেলে সর্বোচ্চটা নিংড়ে দেব। এখন জয়ই আমার ধ্যানজ্ঞান।
তিনি আরও বলেন, পাকিস্তানের হয়ে খেলা আমার স্বপ্ন। সেটি ছুঁতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত।
হাসনাইনের জন্ম পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদ শহরে, ২০০০ সালের ৪ এপ্রিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ঘটে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর। পাকিস্তান টেলিভিশনের হয়ে ২০১৮-১৯ কায়েদ-ই-আজম ট্রফিতে খেলে আবির্ভাবের বার্তা দেন তিনি। সেই সুবাদে দল পেয়ে যান পিএসএলে।
পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন হাসনাইন। চার ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। উইকেট কম পেলেও বিদ্যুৎগতি, নিখুঁত লাইন-লেন্থ, সর্পিল সুইং, স্লোয়ার, ভয়ংকর বাউন্সার, ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার মারার সক্ষমতা দেখিয়েছেন তিনি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গতি। ঘড়ি ঘণ্টায় ১৫১ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছেন সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল এ পেসার। পিএসএলের চতুর্থ আসরে যা সর্বোচ্চ। সুঠাম দেহ, প্রাণশক্তিতে ভরপুর মন, ব্যাঘ্রগতির দৌড় এবং শরীরে রয়েছে প্রচুর দম। স্বাভাবিকভাবেই নিয়মিত এর কাছাকাছি গতি তুলতে পারেন তিনি।
বাংলানিউজসিএ/ঢাকা/১০ মার্চ ২০১৯/ইএন