বাংলানিউজসিএ ডেস্ক :: কিক অফের পর প্রতিপক্ষের অর্ধে প্রথম পাসে বল ধরেই গোলার মতো শটে গোল। ম্যাচের বয়স তখন মাত্র ২১ সেকেন্ড!চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেরি-এ লিগের খেলোয়াড়দের মধ্যে দ্রুততম গোলটি করলেন রোমেলু লুকাকু।
পরে আরেকটি গোল করেছেন ইন্টার মিলানের বেলজিয়ান ফরোয়ার্ড।আগুনে ফর্মে থাকা লুকাকুর জোড়া গোলে মঙ্গলবার কালিয়ারিকে ৪-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মিলান।শেষ আটে তাদের সঙ্গী নাপোলি ও ল্যাজিও।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ জানুয়ারি ২০২০ /এমএম
Array





