Menu

মেসির বিপক্ষে খেলতে শর্ত!

বাংলানিউজসিএ ডেস্ক :: ব্রাজিলে আগামী ১৪ জুন থেকে বসতে যাচ্ছে ৪৬তম কোপা আমেরিকার আসর। ল্যাটিন আমেরিকার ১২ দলের মধ্যে হবে ফুটবলের এই জমজমাট প্রতিযোগিতা। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় দলে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে বার্সেলোনার হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকা মেসির।

আগামী ২৩ মার্চ স্পেনের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে নামবে আর্জেন্টিনা। খেলার কথা রয়েছে ভেনুজুয়েলার বিপক্ষে। তিন দিন পর ২৬ মার্চ টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিামে মরোক্কোর বিপক্ষে খেলবে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা। ফক্স র্স্পোটস এশিয়া জানাচ্ছে ভেনুজুলের বিপক্ষে মেসিকে একাদশে দেখা গেলেও মরোক্কোর বিপক্ষে খেলতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেআর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কয়েকদিন পর যেহেতু কোপা আমেরিকা তাই টুর্নামেন্টটির শুরুর আগে কোনো ইনজুরিতে মেসি পড়ুক এমন চায় না আর্জেন্টিনা কর্তৃপক্ষ। আর তাই মরোক্কান ফুটবলাররা কেউই তাকে ট্যাকেল করতে পারবে না।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০১৮ বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয়। হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়তে হয় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের। এরপর কোচ হোর্হে সাম্পাওয়ালিকে বিদায় দিয়ে সহকারী কোচ স্কালনির ওপর ভরসা করে (এএফএ)।

বাংলানিউজসিএ/ঢাকা/৮ মার্চ ২০১৯/ইএন


Array