Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: ডা. সৈয়দ আমীর আলী- এক জীবন্ত কিংবদন্তী, স্বনামধন্য চিকিৎসক। ষাটের দশক থেকে বসবাস করেন কানাডার এডমন্টনে। এডমন্টনবাসী প্রবাসী বাংলাদেশি, এশিয়ান, ইউরোপীয়ান এমন কি আদিবাসীদের মাঝেও এক সর্বজনপরিচিত প্রাণপুরুষের নাম।

ডা. সৈয়দ আমীর আলীর মতোন জনহিতৈষী, পরোপরকারী, মানবসেবী ডাক্তারের দেখা মেলে খুব কমই। যখনই যেখানে কারও বিপদ তিনি দেখেছেন অকাতরে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সে হাতে উদ্ধার হয়েছে বিপন্ন মানুষ, আর্ত মানবতা। এমনি এক উজ্জ্বল মানবতার প্রতীক ডা. সৈয়দ আমীর আলী।

ডিসেম্বর ২২, ২০১৯ ছিলো ডা. আলীর ৮৮তম জন্মদিন। এডমন্টনবাসী বাংলাদেশি কমিউনিটি সারম্বরে পালন করেছে এই মহান পুরুষের জন্মতিথি। এই অনুষ্ঠানকে মহান করার জন্য অনেকেই দিয়েছেন স্বেচ্ছাশ্রম, রেখেছেন অক্লান্ত ভালোবাসার নিদর্শন। বিশেষ করে ছোট ছোট ছেলেময়েদের ভলান্টিয়ারিং ছিলো দেখার মতো।

এইদিন এডমন্টনে বাংলাদেশি জনগণের ছিলো গর্বের ও আনন্দের। সকাল থেকে শুরু করে গভীর রাত অব্দি কেউ করেছেন রান্না-বান্না, কেউ সাজিয়েছেন স্টেজ, কেউ ছেপেছেন ডা,. আলরি ছবি সংবলিত পোস্টার, কেউ পরিচালনা করেছেন অনুষ্ঠান। নানা রকম মুখরোচক খাবারের সাথে ছিলো আলোচনা, স্মৃতিচারণ ও গানের অনুষ্ঠান। প্রায় আড়াই শতাধিক মানুষের সমাগমে মুখর হয়ে উঠেছিলো এডমন্টনের স্থানীয় প্লিজেন্টভিউ কমিউনিটি সেন্টার।

 

আলোচনার মাঝে ডা. সৈয়দ আমীর আলীর সদ্যপ্রয়াত সহধর্মিনীর জন্য ছিলো দোয়া ও মোনাজাত। জন্মদিনের অনুষ্ঠানে ডা. আলীর পরিবারবর্গও উপস্থিত ছিলেন সবার মাঝে। তাঁরা এসেছিলেন অ্যামেরিকা ও কানাডার বিভিন্ন শহর থেকে। কানাডা প্রবাসী বাংলাদেশি সকল অব্যাগতদের হৃদয়ে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল ডা. আলীর দীর্ঘ জীবন কামনা।। সবাই একযোগে কায়মনে বলেছেন- Long Live Dr. Syed Amir Ali…

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array