Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: জাতি হিসেবে বাঙালির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে। যেমন, অতিথিপরায়ণ, বন্ধুবৎসল, পরোপকারী, কষ্টসহিষ্ণু, কর্মঠ ও ধর্মপরায়ণ ইত্যাদি।ভাষার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে পারে, এমন জাতি বাঙালি ব্যতিরেকে পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আবার এই বাঙালিই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা।

অর্থাৎ আমাদের রয়েছে অপরিমেয় দেশপ্রেম; যা বিশ্বের অন্যান্য জাতির কাছে ঈর্ষণীয়।কিন্তু পরিতাপের বিষয়, আমরাই আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হই। সুদ-ঘুষ আমাদের কাছে পানিভাত। খাদ্যে ভেজাল মেশাই। ওজনে কম দিই। প্রশ্নপত্র ফাঁস করি। বিভিন্নভাবে জালিয়াতি করি।

অন্যের সম্পত্তি জবরদখল করে ভোগ করি। অন্যকে ঠকাই, প্রতারণা করি। মধ্যযুগীয় কায়দায় নারী ও শিশু নির্যাতন; এমনকি হত্যাও করি। দেশ ও দশের টাকা আত্মসাৎ করে বিদেশে ‘সেকেন্ড-থার্ড-ফোর্থ হোম’ বানাই। সুইস ব্যাংকে টাকার পাহাড় জমাই। চুরি, ডাকাতি, ছিনতাই, গুম, খুন, চাঁদাবাজি- এমন অসংখ্য অসৎ গুণের মিশেল আমাদের চরিত্রে!

আমরা আসলে এমন কেন? স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পার হতে চলেছে। আজও আমরা সেভাবে মাথা উঁচিয়ে কেন দাঁড়াতে পারছি না। আমাদের সব অর্জন কেন ম্লান হয়ে যাচ্ছে। এসব ভাবার অবকাশ আমাদের আছে কি? আমি বলব- আমি, আপনি, সবাই এজন্য দায়ী। একজন অন্যায় করছে, দেশ ও জাতির ক্ষতি করছে; বাকিরা প্রতিবাদ না করে মুখ বুজে সহ্য করছে।

আমাদের ভেতর থেকে সততা, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, পরোপকারিতা হ্রাস পাচ্ছে। আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি। নিজেকে নিয়েই ‘সদাব্যস্ত’ হয়ে পড়েছি। দেশ ও জাতিকে নিয়ে ভাবার অবকাশ আমাদের হচ্ছে না। যে যেভাবে পারছি নিজের আখের গুছিয়ে নিচ্ছি। এভাবে একটা দেশ ও জাতি কখনও কাক্সিক্ষত সফলতা অর্জন করতে পারে না।অথচ একটু খেয়াল করে দেখুন, তৈরি পোশাক শিল্প, রেমিট্যান্স, বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এক থেকে দশের মধ্যে রয়েছে।

এই দেশটাকে সোনার দেশে রূপান্তর করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে; কথায় ও কাজে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আত্মকেন্দ্রিকতা পরিহার করে নিজের স্বার্থকে বিসর্জন দিতে হবে। পরোপকারী হতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঘুষ-দুর্নীতি বাসা বেঁধেছে, তাকে সমূলে উৎপাটন করতে হবে।খাদ্য ও নিত্যব্যবহার্য জিনিসপত্রে ভেজাল মেশানো থেকে বিরত থাকতে হবে। অন্যের ক্ষতিসাধন করা যাবে না। জুলুম, জবরদস্তি, জালিয়াতি, প্রতারণা ইত্যাদি পরিহার করতে হবে।

মোট কথা, আমাদের সততা, নীতি-নৈতিকতা এবং মূল্যবোধের চাষ ও চর্চা করতে হবে। ১৬ কোটি মানুষের এই দেশে প্রতিদিন সবাই যদি একটি করে ভালো কাজ করে আর একটি করে খারাপ (দেশ বা অন্যের জন্য ক্ষতিকর) কাজ পরিত্যাগ করে; তবে অচিরেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।বাংলা, বাংলা ভাষা, বাঙালিত্ব এবং বাংলাদেশের গৌরব, ইতিহাস, ঐতিহ্য সমুন্নত রাখতে আমাকে, আপনাকে, সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য দরকার সদিচ্ছা ও সম্মিলিত প্রয়াস।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array