Menu

শেখ জলিল, এডমন্টন প্রতিনিধি :: রবিবার, ১৫ ডিসেম্বর কানাডার এডমন্টনে ইউনিভার্সিটি অব আলবার্টার স্টুডেন্টস কোয়ার্টার মিলনায়তন ‘বেনিয়ার হাউস’-এ হয়ে গেলো ‘Hands in Girl’s Health(HGH)’-এর এ বছরের বিজয় মেলা।

গত বছরের মতো এবারও মেলায় ছিলো বাহারি খাবার, পিঠাপুলির স্টল, , কাপড়-অলংকারের দোকান, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দাবা খেলা আর সারাদিন ব্যাপী ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিখ্যাত দাবাড়ৃ সৈয়দা শাবানা পারভীন বাচ্চাদের সাথে দাবা খেলেন এবং স্থানীয় শিল্পীরা এতে গান পরিবেশন ও আবৃত্তি করেন।স্বেচ্ছাসেবী এই সংস্থার জন্য স্বতস্ফূর্তভাবে অনেকেই ডোনেশন করেছেন এবার।

উল্লেখ্য ডোনেশনের টাকা ও খাবার বিক্রির লভ্যাংশ চলে যায় HGH-এর ফান্ডে। HGH হলো বাংলাদেশ ও কানাডার যৌথ স্বেচ্ছাসেবী সংস্থা যার আয় ব্যয় হয় বাংলাদেশের দরিদ্র কিশোরী বালিকাদের স্বাস্থ্যসেবায়।

ডা. নাসিমা আকতারের নেতৃত্বে এডমন্টনের কিছু নারী ডাক্তারগণ প্রতি বছরই এ রকম কিছু ফান্ড রেইজিং কার্যক্রম ও অনুষ্ঠান পরিচালনা করে Hands in Girl’s Health।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৬ ডিসেম্বর ২০১৯ /এমএম