বাংলানিউজসিএ ডেস্ক :: আইপিএলে আবার অধিনায়কের দায়িত্ব পেলেন স্টিভ স্মিথ। ট্রান্সফার উইন্ডোতে নিয়মিত অধিনায়ক আজিঙ্কা রাহানেকে দিল্লি ক্যাপিটালসের কাছে বিক্রি করে দিয়েছে রাজস্থান রয়্যালস। পর পরই নতুন মৌসুমে অজি ব্যাটিং মায়েস্ত্রোর হাতে নেতৃত্ব ন্যস্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
অতীতে রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন স্মিথ। সবশেষ ২০১৭ সালে দলটির অধিনায়ক ছিলেন তিনি। এর পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন স্মিথ। যে কারণে ওই বছর আইপিএলে অংশ নিতে পারেননি তিনি। তার পরিবর্তে সেবার অধিনায়কত্বের দায়িত্ব সামলান রাহানে।
পরে ২০১৯ সালে আইপিএলে ফেরেন স্মিথ। তবে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যায়নি তার। সেবারও রাজস্থানের দলপতি ছিলেন রাহানে। এবার তিনি দল পরিবর্তন করায় ফের স্মিথের হাতে দলের দায়িত্ব দিলেন সাবেক চ্যাম্পিয়নরা। ২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয় কলকাতায় হবে এবারের আসরের মেগা নিলাম।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ নভেম্বর ২০১৯ /এমএম





