Menu

মামুনুলসহ জাতীয় দল থেকে বাদ পড়ছেন যারা!

বাংলানিউজ সিএ ডেস্ক :: আগামী ৯ মার্চ কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কম্বোডিয়ার রাজধানী পেনোম পেনে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সালসহ আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

‘বয়স্ক হটাও, তারুণ্যের গান গাও’, এই মন্ত্র নিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের যে চূড়ান্ত দল গঠন করেছেন, সেখানেই জায়গা পাননি বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। বাদ পড়ার তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সালসহ আরও বেশ কয়েকজন।

আগামী মাসের ৯ তারিখ পেনোম পেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ২০১৯ সাল শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি সামনে রেখে দল ঘোষণা হতে পারে আজই। বিশ্বস্ত সূত্র বলছে গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম, ডিফেন্ডার ওয়ালি ফয়সাল ও স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। দলে আরও চমক থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বকে সামনে রেখে তারুণ্য নির্ভর দল গড়েছেন বাংলাদেশ কোচ। ২২-২৬ মার্চ বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে খেলবে বাংলাদেশ।

গত বছর ২৯ আগস্ট সর্বশেষ শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচ খেলা হয়েছে নীলফামারীতে। এরপর সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ পায়নি বাংলাদেশ। নতুন বছরের শুরুতেই বলা হয়েছিল ২০১৯ সালে কমপক্ষে দশটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই ধারাবাহিকতায় কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ব্যস্ততা।

বাংলানিউজসিএ/ইএন/২৩ ফেব্রুয়ারি ২০১৯ইং