বাংলানিউজসিএ ডেস্ক :: ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষে ভালো একটা চাকরি পাওয়ার স্বপ্ন দেখে- যে চাকরির মাধ্যমে দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া যাবে।তাদের কেউ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মনে জ্ঞানের প্রদীপ জ্বালবে, ডাক্তার হিসেবে রোগীর সেবা করবে, পুলিশ হিসেবে জনগণের পাশে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কাজ করবে।
প্রশ্ন হল, চাকরি পেতেই যদি ঘুষ দিতে হয়; তাহলে তাদের পক্ষে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করা কি আদৌ সম্ভব? স্পষ্টভাবে বলা যেতে পারে- চাকরির শুরুতেই ঘুষ নামক অনৈতিক কর্মের সঙ্গে পরিচিত হচ্ছেন যারা; কর্মক্ষেত্রে তারা কি ঘুষ-বলয়ের বাইরে থাকতে পারবেন?আমরা যারা অফিস, আদালত, পুলিশ, ডাক্তারদের কাছে কোনো না কোনো কাজে যাই আর এ জন্য অধিকাংশ ক্ষেত্রে যখন আমাদের উৎকোচ প্রদান করতে হয়; তখন আমরা তাদের ওপর বিরক্ত হই, এমনকি চোর-বাটপার বলি।
অথচ খোঁজ নিলে দেখা যাবে, এই চাকরিতে যোগদান করতে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়েছে। যতদিন পর্যন্ত চাকরির ক্ষেত্রে ঘুষ আর অভিজ্ঞতা নামক যন্ত্রণা দূর না হবে; ততদিন পর্যন্ত এ দেশের অধিকাংশ মানুষ অপরাধী হিসেবে বেঁচে থাকবে, সেবক হিসেবে নয়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ অক্টোবর ২০১৯/ এমএম