Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন ঘাতকের গুলিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির মেঝো ভাই ওমর বিন হাদি। ‎শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জিডিটি করা হয়।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে- এমন আশঙ্কা করছি। যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এছাড়া সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং আমাকে হত্যা করতে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও শহীদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/২৫ জানুয়ারি ২০২৬/এমএম


Array