Menu

 

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্য সংসদে যাওয়ার পর চোর ও টেন্ডারবাজ হতো এবং লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করতেন। আর এবার দেখলাম একটি দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকানো হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী-২ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মের রক্ত ও তাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠী বারবার সুবিধা নিয়েছে। এবার এই তরুণ প্রজন্মকে দমন করতে কোনো বাহ্যিক হুমকি কাজে আসবে না। আমরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করব এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করব।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সকাল বেলায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের ভাই-বোনেরা ভোটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।

যারা ভয় দেখাতে আসবে, তারা মূলত ভয় পেয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বিশেষ অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান শামিম সাঈদী, ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ জোটের দলীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/২৫ জানুয়ারি ২০২৬/এমএম


Array