প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সবকিছু ঠিক থাকলে আগামাী ১৯ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে। বিপিএলের এবারের আসরে ৬ দল অংশ নিবে।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, স্থানীয় খেলোয়াড়দের কথা চিন্তা করে ক্রিকেট বোর্ড দল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সময়সূচীর সমস্যাও একটি কারণ ছিল কারণ পাঁচটি দলের সাথে প্রতিদিন দুটি ম্যাচের সময়সূচী নির্ধারণ করা কঠিন ছিল।
বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির নাম নোয়াখালী এক্সপ্রেস। এই দলটির মালিকানায় থাকছে পরিবহণ কোম্পানি দেশ ট্রাভেলস। এর আগে পাঁচ বছরের জন্য তাদের মালিকানা দেওয়া হয়েছিল ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) ও সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ নভেম্বর ২০২৫ /এমএম





