প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা ও প্রস্তুতি পর্যালোচনায় সোমবার বিকেলে তেজগাঁওয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।গত শুক্রবার রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে ছিল এর উৎপত্তিস্থল। এ ঘটনায় তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। এরপর শনিবারও কয়েক দফায় আফটারশক অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, সোমবার দুপুরে এক সেমিনারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, ভূমিকম্পের পর ঢাকায় ছোট-বড় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমন্বয়ের অভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী বিপর্যয় সামলানো কঠিন হবে।’ভবন নির্মাণে অনিয়ম প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান দাবি করেন, রাজউক অর্থের বিনিময়ে কাজ করে না। বাড়িওয়ালারা নিয়ম মেনে ভবন না করলে তার দায় রাজউকের নয়, বরং সংশ্লিষ্ট মালিক ও প্রকৌশলীদের।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ নভেম্বর ২০২৫ /এমএম





