Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, সময়ের সাথে বিরাট কোহলি পরিবর্তন হয়ে গেছেন। তিনি এখন অনেক শান্ত, ব্যক্তিত্বসম্পন্ন একজন খেলোয়াড় হয়ে উঠেছেন।নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে মোহাম্মদ কাইফ কোহলির এই পরিবর্তন প্রসঙ্গে কথা বলেছেন। তার ভাষ্যমতে, প্রথম দিকে কোহলি যেমন ছিলেন, এখন সে তুলনায় অনেকটাই বদলে গেছেন।

‘বিরাট কোহলি এখন আগের তুলনায় অনেক শান্ত হয়ে গেছেন। বিয়ের আগের কোহলি আর বর্তমানে বিয়ের পরের কোহলির মধ্যে অনেক পার্থক্য আছে। এমনকি মাঠে নেমে রাবাদার বোলিংয়ের শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলে সে বাউন্ডারি হাঁকায় এবং ম্যাচটাও জিতে নেয়। তবে সে খুব শান্ত ও স্থির ছিল।’

কাইফ এও স্পষ্ট করেন যে, কেন কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পন্সরদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেননি। কারণ হিসেবে সাবেক এই ক্রিকেটার উল্লেখ করেন, ফ্র্যাঞ্চাইজি বিক্রির গুজবের পর কোহলি অপেক্ষা করছিলেন যে দলটির অবস্থা কোনদিকে যায়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ নভেম্বর  ২০২৫ /এমএম

 


Array