Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের ছয়টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই অঞ্চলগুলোতে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টার মধ্যে যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পাশাপাশি, দেশের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম


Array