প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুই জয়ের বিপরীতে তিন ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও কার্যত বাংলাদেশের স্বপ্ন প্রায় শেষ।বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, রান রেটের ভীষণ কঠিন সমীকরণও মেলাতে হবে। অন্য দলগুলির ফল পক্ষে না এলে এমনকি শেষ ম্যাচের আগেই নিশ্চিত হতে পারে টাইগার যুবাদের বাদ পড়ার খবর।বুধবার মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৬ রান করে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে ফিফটি করতে পারেননি কোনো ব্যাটসম্যান।
বোলাররা একসময় দলকে জয়ের আশা জাগিয়েছিলেন। একশর আগেই মেলবোর্নের ৫ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল হাসান মাহমুদরা।ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে। জোনাথান মের্লোর দুর্দান্ত ইনিংস স্টার্স একাডেমিকে এনে দেয় জয়। ৩৮ বলে ৬১ রান করে ম্যাচের সেরা মের্লো।শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। এদিন বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে।
পাঁচ ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশের রান রেটও বেশ বাজে (-০.৫৬১)। পাঁচ ম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিকানো কিংসমেন। ছয় পয়েন্ট আছে চারটি দলের। বাংলাদেশ ছিটকে পড়তে পারে তাই শেষ ম্যাচে মাঠে নামার আগেই।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ আগস্ট ২০২৫ /এমএম