Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট একের পর এক যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ায় যাত্রীরা নিরাপত্তা সংকটে ভুগছেন। সবশেষ গত ১১ আগস্ট বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্য চট্টগ্রামে পৌঁছানোর আগেই ঢাকায় ফিরে আসে। এর আগের দিন যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমানের ঢাকাগামী ফ্লাইট বাতিল করা হয়। এর মাত্র একদিন আগে ৯ আগস্ট সিঙ্গাপুর থেকে ফেরার পথে একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে প্রায় দুই ঘণ্টা মেরামত শেষে তা ঢাকার উদ্দেশে রওনা করে। ৭ আগস্ট ঢাকা থেকে আবুধাবিগামী বিমানের ফ্লাইট পয়ঃবর্জ্য ব্যবস্থার ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসে। জানা যায়, এভাবে গত এক মাসে বিমানের অন্তত ১৬টি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ফলে ফেরত আসে সংশ্লিষ্ট উড়োজাহাজ কিংবা বিলম্ব হয় ফ্লাইট। সৌভাগ্য যে, এসব ক্ষেত্রে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি বিমানের উড়োজাহাজ। তবে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাছাড়া ফ্লাইট শিডিউল বিঘ্নিত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থাটি।

জাতীয় পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের এমন হাল উদ্বেগজনক। এমনিতেই বিমানকে প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ লোকসান দিতে হয়। সংস্থাটির নেই সেবার মান বৃদ্ধির তেমন কোনো প্রয়াস। ফলে অনেকেই বিমানের উড়োজাহাজে চড়তে আগ্রহী হন না। এর ওপর ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা ভ্রমণের ক্ষেত্রে বিকল্প বিমান সংস্থাকে অগ্রাধিকার দেবেন, এটাই স্বাভাবিক। কেননা সবাই জানেন, উড়োজাহাজ দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের প্রাণরক্ষা পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। তাছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোনো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে সেই প্রতিষ্ঠানের উন্নত সেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও যোগ্যতার বিকল্প নেই। এদিক থেকে বাংলাদেশ বিমানের অবস্থা যে অত্যন্ত নাজুক, তা বলার অপেক্ষা রাখে না।

বিমানের ফ্লাইটে বারবার যান্ত্রিক ত্রুটির কারণ কী, এর পেছনে দায়িত্বশীলদের গাফিলতি বা অন্য কিছু কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি। অতীতে বিমানকে অব্যবস্থা ও দুর্নীতিমুক্ত করার নানা উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। সংশ্লিষ্ট অনেকের মতে, বিমানের প্রকৌশল বিভাগসহ ব্যবস্থাপনায় সংস্কার আনা প্রয়োজন। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়া দরকার। এক্ষেত্রে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় সংস্থা বিমানের নিরাপত্তা সংকট দূর করা জরুরি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ আগস্ট ২০২৫ /এমএম


Array