প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় আম্পায়ারদের মধ্যে অন্যতম হলেন সায়মন টাফেল।৫৪ বছর বছয়সী এই অস্ট্রেলিয়ান ইতোমধ্যে ৮৭টি টেস্ট, ২২১ ওয়ানডে আর ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ কভার করেছেন।ক্রিকেটের তিন ফরম্যাটে সাড়ে তিনশ ম্যাচ কভার করা টাফেলের ম্যাচ পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশের আম্পায়ারদের মানোন্নয়নে পরামর্শক হিসেবে টাফেলকে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
জানা যায়, বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নয়নে ২ বছরের জন্য মাসে ২৮ লাখ করে সবমিলে ৩ কোটি ৪০ লাখ টাকা চেয়েছেন টাফেল। বিসিবি এত টাকা দিতে আগ্রহী নয়। বিসিবি তাকে মাসে ১৪ লাখ করে ২ বছরের জন্য ১ কোটি ৭১ লাখ টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছে।বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, টাফেল তার চাওয়া পারিশ্রমিকের অর্ধেক টাকায় রাজি হলে খুব শিগগিরই তার সঙ্গে ২ বছরের জন্য চুক্তি সই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ আগস্ট ২০২৫ /এমএম