Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ডেঙ্গু যে এখন আর মৌসুমি রোগ নয়, এটি সবার কাছে স্পষ্ট। এ রোগের ভয়াবহতার দিকটিও পরিষ্কার। আর ডেঙ্গুর বাহক হলো এডিস মশা। দুঃখজনক হলো, ডেঙ্গুর বিস্তার রোধে কর্তৃপক্ষের জোরালো ভূমিকা দৃশ্যমান নয়। আগে ডেঙ্গু রাজধানীসহ কয়েকটি জেলায় সীমাবদ্ধ থাকলেও এবার তা একযোগে সারা দেশে বিস্তার লাভ করেছে। চলতি বছর ২৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬২৫ জন। এডিস মশা থেকে বিভিন্ন ধরনের রোগ হলেও এবার ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশের সিংহভাগ এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার কাঠামো নেই। ঢাকার দুই সিটি করপোরেশন নানা উদ্যোগ নিলেও বিজ্ঞানভিত্তিক উপায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা না করায় সেখান থেকে সুফল মিলছে না। সব মিলিয়ে এডিস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কর্তৃপক্ষ ব্যর্থ বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে গত ২৫ বছরে ডেঙ্গুতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কয়েক লাখ মানুষ; যাদের শারীরিক কষ্ট ভোগের পাশাপাশি চিকিৎসা ব্যয় বাবদ খরচ হয়েছে বিপুল অঙ্কের অর্থ।

এ বছর মে মাসের তুলনায় জুনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে আগামী আগস্ট ও সেপ্টেম্বরে দেশের অনেক জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ১০ থেকে ১১ মাস ধরে বর্ষা থাকে সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। সেখানে কর্তৃপক্ষ এডিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ৫ থেকে ৬ মাস বর্ষাকাল থাকা সত্ত্বেও এডিস কেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, এ প্রশ্ন বিশেষজ্ঞদের। বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশেও এডিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে বরিশাল বিভাগ, বিশেষ করে বরগুনা ও বরিশাল জেলার ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আরও জানা যায়, আগামী আগস্ট ও সেপ্টেম্বরে দেশের আরও বেশকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করতে পারে। বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতা ও উচ্চ আর্দ্রতা এডিসের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী। যেহেতু এডিস সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেহেতু এডিসসহ সব ধরনের মশা নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ জুলাই ২০২৫ /এমএম


Array