প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতীয় সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জো রুট।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টে ভারতীয় তারকা করুন নায়ারের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুট ১৫৬ টেস্টে ২৯৭ ইনিংসে ২১১টি ক্যাচ নিয়ে শীর্ষে। এই তালিকায় ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ভারতীয় সাবেক তারকা রাহুল দ্রাবিড়।
টেস্টে ক্যাচ নেওয়ার দিক থেকে তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। লংকান সাবেক এই অধিনায়ক ১৪৯ টেস্টে অংশ নিয়ে ২০৫টি ক্যাট নেন।ইতোমধ্যে ১১৯ টেস্টে অংশ নিয়ে ২০১টি ক্যাচ নিয়ে চতুর্থ পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তার সামনে সুযোগ আছে জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড় এমনকি জো রুটকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ার।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ জুলাই ২০২৫ /এমএম