প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কিলিয়ান এমবাপ্পে লা লিগার শিরোপা লড়াইয়ে নতুন রোমাঞ্চই যোগ করলেন বটে। সেল্তা ভিগোর বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে এনে দিলেন ৩-২ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয়। তবে একটু এদিক ওদিক হলে রোমাঞ্চ ‘শেষ’ করে দেওয়া কর্তার নামের জায়গায় সেল্তা ভিগোর নামও থাকতে পারত। তিন গোল হজম করে যে ‘রেমনতাদা’ বা প্রত্যাবর্তনের সম্ভাবনাই জাগিয়েছিল দলটা!
তবে সেটা শেষমেশ বাস্তবে রূপ নেয়নি। যার ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের ব্যবধান কমে দাঁড়ালো চার পয়েন্টে। আগামী সপ্তাহেই এল ক্লাসিকো—সেখানেই নির্ধারিত হতে পারে শিরোপা লড়াইয়ের ভাগ্য।
ম্যাচের ৩৩তম মিনিটে ছোট কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করেন তরুণ মিডফিল্ডার আরদা গুলের। ছয় মিনিট পর পাল্টা আক্রমণে জোড়ালো শটে গোলরক্ষক গুইতাকে পরাস্ত করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতে গুলেরের নিখুঁত থ্রু পাসে বাঁ পায়ের নিঁখুত ফিনিশে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা।
৩-০ গোলে এগিয়ে গিয়ে মনে হচ্ছিল ম্যাচটা সহজেই নিয়ন্ত্রণে নেবে রিয়াল। কিন্তু সেল্তা ভিগো হাল ছাড়েনি। ৬৯তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে হাভি রদ্রিগেজ ব্যবধান কমান। এরপর ৭৬তম মিনিটে ইয়াগো আসপাসের চোখ ধাঁধানো পাসে উইলিওট সুইডবার্গ গোল করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনেন।
৭৮তম মিনিটে সমতা ফেরানোর সুযোগও পেয়েছিল সেল্তা। তবে পাবলো দুরানের শট কোনোমতে রক্ষা করেন থিবো কোর্তোয়া। শেষ দিকে দুদলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আর হয়নি। ফলে সেল্তার আর সমতা ফেরানো হয়নি। রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে জয় নিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রেও জেতা হয়নি লস ব্ল্যাঙ্কোসদের। তাদের শিরোপাজয়ের একমাত্র সম্ভাবনা এখন লা লিগাতেই। সে শিরোপার জন্য এল ক্লাসিকোয় জিততেই হবে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে নিশ্চয় মরণকামড়টা দিতে চাইবে রিয়াল মাদ্রিদ!
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ মে ২০২৫ /এমএম