প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সপ্তাহের ব্যবধানে সরু বা মিনিকেট চালের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজি ও মুরগির দামে। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা বেড়েছে এলাচের দাম।আজ শুক্রবার (২ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকি ও সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা।
বাজারে এসেছে বোরো মৌসুমের নতুন চাল । খুচরা পর্যায়ে কেজিতে ৫ থেকে ৮ টাকা কমেছে মিনিকেট চালের দাম। মানভেদে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯২ টাকায়। তবে নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চাল আগের দামেই আছে।বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বরবটি, পেঁপে, কাকরোল, ঝিঙ্গে ও লতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঢেরস, করলা, চিচিঙ্গা, বেগুন, লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ মে ২০২৫ /এমএম