Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মার্কিন পণ্যে চীনের শুল্ক ছাড়ের খবরে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে।কিছু মার্কিন পণ্য থেকে চীন তার শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা জানিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী স্বর্ণের দাম কমে যায়। খবর খালিজ টাইমসের।প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৯৭ দশমিক ২৫ দিরহাম। অন্যদিকে ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭ দশমিক ৭৫, ৩৫২ দশমিক ৭৫ এবং ৩০২ দশমিক ২৫ দিরহাম।

আরও বলা হয়েছে, মঙ্গলবার স্বর্ণের দাম সর্বোচ্চ ৪২০ দিরহাম পর্যন্ত উঠেছিল। তিন দিনের মধ্যে তা আজ প্রায় ২৩ দিরহাম কমে গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩ দশমিক ১৭ টাকা করে)।বর্তমানে বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৩০৬ দশমিক ৯৭ ডলারে অবস্থান করছে, যা শুরুতে ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে যায়।

চীন ঘোষণা করেছে তারা কিছু মার্কিন পণ্য থেকে ১২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে পারে এবং ব্যবসায়ীদের এ পণ্যগুলো চিহ্নিত করার জন্য বলেছে। এটি চীনের জন্য একটি বড় সংকেত, যে বাণিজ্যযুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক অবস্থার প্রভাব বাড়ছে।মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে।মার্কিন পণ্যে চীনের শুল্কছাড়ের খবরে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ এপ্রিল ২০২৫ /এমএম