প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কাতার সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন দুইজন নারী ক্রিকেটার ও দুইজন নারী ফুটবলার।২২ ও ২৩ এপ্রিল দুদিনের সফরে কাতারে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এই সফরে সঙ্গে থাকবেন ৪ জন জাতীয় মহিলা খেলোয়াড়। তাদের মধ্যে দুইজন ফুটবলার ও দুইজন ক্রিকেটার রয়েছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এই চারজন ক্রীড়াবিদ। তারা শান্তিতে নোবেল পাওয়া ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফরের ব্যাপারে উত্তেজিত। এদিন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ এপ্রিল ২০২৫ /এমএম