Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে শাস্তিস্বরূপ জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। খবর টিওয়াইসি স্পোর্টসের।জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে ফেডারেল প্রসিকিউটরের অফিস। অভিযোগে বলা হয়, ম্যাচ চলাকালে মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে ধরা পড়েছে।তবে লাউতারো মার্তিনেজ কী আপত্তিকর শব্দ বলেছিলেন- সেটা পরিস্কার করেনি এফআইজিসি।

সেদিন তুরিনের ক্লাব জুভেন্টাসের কাছে ০-১ গোলে হেরেছিল মার্তিনেজের নেতৃত্বাধীন ইন্টার মিলান। যদিও ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর তা সরাসরি অস্বীকার করেছিলেন ইন্টার মিলান অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’তবে মার্তিনেজের বক্তব্য আমলে না নিয়ে তদন্ত চালিয়ে যায় ফেডারেল প্রসিকিউটর অফিস। তদন্ত শেষে অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরপরই তাকে ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ এপ্রিল ২০২৫ /এমএম


Generic selectors
Exact matches only
Search in title
Search in content