Menu

ফাইনালে জিততে যা করতে হবে বাংলাদেশকে

বাংলানিউজসিএ ডেস্ক :: ২০১৪ সালে আফগানদের বিপক্ষে প্রথম টি ২০-তে নিজেদের আঙিনায় প্রথম সাক্ষাতে জয়ী হয়েছিল বাংলাদেশ। প্রায় পাঁচ বছর পর আবারও তাদের বিপক্ষে জিতলেন সাকিবরা। মাঝে টানা চার ম্যাচে হার। ত্রিদেশীয় টি ২০ সিরিজের ফাইনালে খেলতে নামার আগে তাই আত্মবিশ্বাসী স্বাগতিকরা। লিগপর্বের নিজেদের চার ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ।

সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় হারলেও শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফাইনালের পোশাকি মহড়ায় সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে রশিদদের বিপক্ষে এসেছে চার উইকেটের জয়। তবে ফাইনালে জিততে হলে ওপেনিংয়ে ভালো শুরুর বিকল্প দেখছেন না বল হাতে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামীকাল মিরপুরে ফাইনাল। রোববার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে সাইফউদ্দিন বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের শুরুটা আশানুরুপ হচ্ছে না। আশা করি ফাইনালে হবে। ওপেনাররা ভালো করবে। মিডলঅর্ডারও আরও ভালো করবে।’

চট্টগ্রামে গত পরশু প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমেও মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে সাকিবকে ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তবে গুরুত্বপূর্ণ সময়ে তিনিও আউট হয়ে ফেরেন। ২৫ বলে ২৬ রান করেন মুশফিক। এরপর মোসাদ্দেকই শুধু দুই অঙ্ক ছুঁতে পারেন। ১২ বলে অপরাজিত ১৯ রান করে সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন। ৪৫ বলে সাকিব অপরাজিত থাকেন ৭০ রানে।

আট ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তবে সাইফউদ্দিন মনে করছেন, ফাইনালে অন্য ব্যাটসম্যানরা রানে ফিরলে কাজটা সহজ হয়ে যাবে। এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘আমরা আফগানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট হেরেছি এবং মিরপুরে টি ২০ হেরেছি। আমাদের কম্বিনেশনের জন্য এবং আত্মবিশ্বাসের জন্য জয়টি দরকার ছিল। জেতায় আমাদের দারুণ উপকার হয়েছে।’

সিরিজে নতুন বলে ভালো বোলিং করছেন সাইফউদ্দিন। অথচ এই সিরিজে তার খেলা নিয়েই সংশয় ছিল। টি ২০ ক্রিকেটে তার বোলিং রেকর্ডও ভালো ছিল না। ত্রিদেশীয় সিরিজে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন সাইফউদ্দিন। তাতে তিনিও খুশি। এই ডান-হাতি পেসার বলেন, ‘টি ২০ ক্রিকেটে আমার ইকোনমি রেট ভালো ছিল না। কিন্তু এই সিরিজে ভালো হয়েছে। সামনে লম্বা ক্যারিয়ার। এই সিরিজে যে লক্ষ্য ছিল সেটা মোটামুটি পূরণ হয়েছে।’

ফাইনালের আগে আজ মিরপুরে অনুশীলন করবেন সাকিবরা। বাংলাদেশ দল ঢাকায় ফেরার পর কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান অধিনায়ক সাকিবের সঙ্গে টিম হোটেলে দেখা করেছেন। সেখানে ফাইনালের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৩ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array