Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::   বুধবার পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পরদিন ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
২০০৬ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। দুই গ্রুপে ৪টি করে দল খেলে। তার থেকে দুটি করে দল সেমিফাইনালে যাবে।

প্রতি ম্যাচ জিতলে দলগুলো পাবে ২ পয়েন্ট করে। ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে, টাই হলে বা পরিত্যক্ত হলে দলগুলো পাবে ১ পয়েন্ট করে। গ্রুপ এ-তে রয়েছে – ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ বি-তে রয়েছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে পয়েন্ট সংখ্যা একাধিক দলের সমান হলে প্রথমে দেখা হবে কোন দল বেশি ম্যাচ জিতেছে। এ ক্ষেত্রেও একাধিক দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেট দেখা হবে। উভয় দলের পয়েন্ট এবং রান রেট সমান বলে দেখা হবে সেই দুই দলের মধ্যে হেড টু হেডে কে এগিয়ে।

সেমিফাইনালে ওঠার পর এক নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ-বির দ্বিতীয় দলের সঙ্গে। আর গ্রুপ বির এক নম্বর দল মুখোমুখি হবে গ্রুপ এ-র দ্বিতীয় দলের সঙ্গে।সেমিফাইনাল যদি কোনও কারণে টাই হয়ে যায়, সেক্ষেত্রে সুপার ওভারে নির্ধারিত হবে বিজয়ী দল। আর যদি সুপার ওভার না হয় বা খেলা সম্পন্ন করা না যায়, তাহলে গ্রুপ স্টেজের পর যেই দলের পারফরমেন্স ভালো থাকবে তারাই ফাইনালে যাবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম


Array