বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করেছে চিটাগাং কিংস। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে কোন উইকেট না হারিয়েি ৫১ রান তুলে ফেলে তারা। পারভেজ ইমনের ঝড়ো ৩০ রানের ইনিংসে এই রান করে চিটাগং। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ রানে অপরাজিত আছেন তিনি।এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে চিটাগং কিংসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
ফাইনালের মহারণে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে বরিশাল। অর্থাৎ, প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই চিটাগাংয়ের মোকাবিলায় নামছেন তামিম-মুশফিক-হৃদয়রা।অন্যদিকে, চিটাগাংয়ের একাদশে রহস্যময় স্পিনার আলিস-আল ইসলামের খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হলো, তার পরিবর্তে একাদশে নাঈম ইসলামকে নিয়েছে চিটাগাং। এ ছাড়া তাদের একাদশে আর কোনো পরিবর্তন নেই।
চিটাগাং কিংস একাদশ:
খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, নাঈম ইসলাম, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, খালেদ আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ আলি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম