Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার পেয়ে আপ্লুত সাইফ আলি খান ও কারিনা কাপুর।মঙ্গলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে যান কারিনা, রণবীর কাপুর, পুত্রবধূ আলিয়া ভাট ও সাইফ আলি খান। সেই সাক্ষাতে সাইফ আলি খান ও কারিনা কাপুরকে বিশেষ উপহার তুলে দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে আপ্লুত তারা।সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুলেননি কারিনা কাপুর খান।

আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবার্ষিকী। সেই উপলক্ষে দিল্লিতে শুরু হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল’। তার প্রাক্কালেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কাপুর পরিবারের নবীন এবং প্রবীণ প্রজন্মের সদস্যরা। সাইফ আলি খান, কারিনা কাপুর, রণবীর, আলিয়া ভাট, কারিশমা কাপুর, রিধিমা কাপুর সাহানি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন- নীতু কাপুর, রিমা জৈন এবং তার ছেলে আদর জৈন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যায় দুই ক্ষুদের জন্য এক টুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দিয়েছেন মোদি। ছোট বয়সে প্রধানমন্ত্রীর অটোগ্রাফ সংগ্রহ করা স্মরণীয়।পোস্টের দীর্ঘ ক্যাপশনে কারিনা লিখেছেন- এত সুন্দর একটা দুপুর উপহার দেওয়ার জন্য মোদিকে অসংখ্য ধন্যবাদ। ওনার উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। চলতি বছর ঠাকুরদার জন্মশতবার্ষিকী উদযাপন করছি আমরা। সিনেমায় তার অবদান, ঐতিহ্য এবং ভাবনা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের অনুপ্রাণিত করেছে। প্রধানমন্ত্রীর পাশে সবাই একসঙ্গে সারিতে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি নিজেরাও সেলফি তোলেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১  ডিসেম্বর ২০২৪ /এমএম