Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার ক্যালগেরির রিচার্ডসন রোডের বেথনি চ্যাপেল অডিটরিয়ামে প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে আগামী ১ লা ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী , গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রীকান্ত আচার্য কে ঘিরে “শ্রীকান্ত আচার্য লাইভ ইন ক্যালগেরি”।

শহর জুড়ে চলছে শ্রীকান্তের আয়োজন নিয়ে অপেক্ষার পালা। আয়োজনটিতে পূর্বে কেনা টিকেটেই উপভোগ করতে পারবেন শ্রীকান্ত অনুরাগীরা। আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রীকান্তের মন ছোঁয়া গানের সাথে একটি স্মরণীয় সময়ের অপেক্ষায় ক্যালগেরি’র সঙ্গীত প্রিয় মানুষ।

১ লা ডিসেম্বর সন্ধ্যায় শ্রীকান্তের কণ্ঠে “…বৃষ্টি তোমাকে দিলাম” “..খোলা জানালা ” সহ বহু জনপ্রিয় গানের এক অবিস্মরণীয় স্বাক্ষী হয়ে রইবে অডিটরিয়ামে অবস্থানরত সকলে। শিল্পী তাঁর যন্ত্রশিল্পীদের নিয়ে পরিবেশনা করবেন হৃদয় ছোঁয়া সব গান।

আয়োজকরা চ্যানেল আই কে জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারা কে অব্যাহত রাখতে ও বিশ্বের দরবারে তুলে ধরতে এ আয়োজন। তাঁরা জানান, ক্যালগেরিতে শ্রীকান্ত আচার্য এর এটাই তাঁর প্রথম সফর, যে কারণে ব্যাপক সাড়া পাচ্ছি। দুই বাংলার প্রচুরসংখ্যক প্রবাসী বাঙালিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছি।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার “প্রবাস বাংলা ভয়েস”।।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ নভেম্বর ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ