Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  ::  কবি আসাদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম অক্টোবর ৪ তারিখে মাল্টিকালচারাল ফিল্ম মিলনায়তনে আলোচনা ,আবৃত্তি,গান পরিবেশনা করে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়।হিমাদ্রি রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন এনায়েত করিম বাবুল ,আমিনুল ইসলাম খোকন,মনিস রফিক,শেখ শাহনওয়াজ , বিদ্যুৎ সরকার ,আহমেদ হোসেন ,মৈত্রী দেবী,কবির কন্যা শাওলী ,কবি পুত্র আসিফ চৌধুরী প্রমুখ।

বক্তারা কবি আসাদ চৌধুরীর কবিতা এবং তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।কবি কন্যার মর্মস্পর্শী স্মৃতিচারণে সবাই আবেগে আপ্লূত হয়ে পড়েন।উল্লেখ যোগ্য কানাডায় গতবছর অক্টোবর ৫তারিখে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি আসাদ চৌধুরী অটোয়ায় একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। পরবর্তীতে পিকারিংয়ের একটি গাছের নীচে তাকে কবর দেয়া হয়।রাত বারটা এক মিনিটে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরভতা পালন করে সভা সমাপ্ত হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ অক্টোবর ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ