Menu

বায়াজিদ গালিবের কবিতা

ঝরানো মুকুল
বায়াজিদ গালিব

বাংলানিউজসিএ ডেস্ক ::
শান্ত সকাল। রোদের কোমলতা একটু বেশিই আজ
ঝির ঝির মিষ্টি বাতাসে ফুরফুরে আমার মেজাজ।
পাশে হাঁটছে একটি শিশু, অনুসরন করছে আমায়
ছেঁড়া হাফ প্যান্ট আর চিতি পড়েছে তার জামায়।

হাতে তার চায়ের ফ্লাক্স, সাথে কিছু পুরনো বিস্কুট
মোয়া, মুরকি, চানাচুর, কাপ সবই রেখেছে অটুট।
বলে, ‘চা খাবেন আঙ্কেল’? বিরক্ত হয়ে বলি ‘যা
‘লেবু দিয়া বানাইয়া দেই? খান না এক কাপ চা’।

তবু ছাড়ে না পিছু, আমি বলি, ‘বিরক্ত করিসনা’
‘আঙ্কেল, দুইডা মোয়া দেই, লেবু চায়ের সাথে খান না’।
নাছোড়বান্দা ছেলে, মনে তো হয় আশা ছাড়বেনা
‘নে ধর’, দেই কিছু টাকা, ‘ভাগ আর পিছে আসবি না’।

অবাক করে ছেলেটি বলে, ‘ভিক্ষা না, ব্যবসা চাই’
বাধ্য হয়ে, কিছুটা মুগ্ধ হয়ে, এক কাপ চা খাই।
ফুটফুটে ফুলের মতো, নির্মল হাসি ছেলেটির মুখে
স্কুলে না গিয়ে, চা বিক্রি? মন ভারি হয় দুঃখে।

বলি, ‘লেখাপড়া করিস না ক্যান’? বলে, ‘সময় কই’?
ও আরও অনেক কিছু বলে, আমি খুবই অবাক হই।
‘স্কুলে ফ্রি টিফিন খামু, খাইবো কি? মা আর বইনে’?
এতোটুকু ছেলে! অবলিলায় সংসারের ঘানি যাচ্ছে টেনে।

যুগে যুগে ‘আছে আর নাই’ এর ব্যবধান আর কতদিন?
নির্লিপ্ত আমরা সবাই, কবে, কিভাবে শুধবো ওদের ঋণ?

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array